হৃদয় ব্যথায় গাঁথা মনিহার
আমি কি আশায় ছিলাম বসে,
কেউ তো এলো না
বসলো না পাশে এসে,
কেউ কইলো না তো কথা,
আমার হৃদয় ব্যথা শুকিয়ে গেল কতই অনাদর,
তবু কেউ তো তারে কুড়িয়ে নিল না।
মালায় গেঁথে আপন হাতে
চলতে পথে নিলাম সাথে,
যদি পথে হয় গো দেখা কারো সাথে, দেব উপহার
আমার হৃদয় ব্যথায় গাঁথা মনিহার!
কেউ তো এলো না
বসলো না পাশে এসে,
কেউ কইলো না তো কথা,
আমার হৃদয় ব্যথা শুকিয়ে গেল কতই অনাদর,
তবু কেউ তো তারে কুড়িয়ে নিল না।
মালায় গেঁথে আপন হাতে
চলতে পথে নিলাম সাথে,
যদি পথে হয় গো দেখা কারো সাথে, দেব উপহার
আমার হৃদয় ব্যথায় গাঁথা মনিহার!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৩/০৮/২০১৭কেউ বোঝে না!
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৩/০৮/২০১৭বেশ ভালো।
-
প্রনব ১৩/০৮/২০১৭ব্যথাতুর।অপরূপা।
-
অর্ক রায়হান ১৩/০৮/২০১৭দারুণ!
-
তীর্থের কাক ১৩/০৮/২০১৭ভাল,কবি