ধরনী দূহিতা সীতা
জনক কন্যা তুমি ধরনী দূহিতা সীতা,
আপন ঘরে তোমায় নিতে এসেছিল মাতা,
সকল নারীর দুঃখ বেদন ধারণ করি শিরে
অশ্রু সজল আঁখি মুছে গিয়েছিলে ফিরে
শান্তশীতল মাতৃক্রোড়ে মাটির নিবিড় অন্তরে।
এ জগত বড়ই কঠিন সংকীর্ণতার অহংকারে,
পুষ্পিতা তুমি হয়েছ বার বার নিগৃহীতা, অসম্মানের
আঘাত শুধু তোমারই বুকে বেজেছে সুকঠিন,
দোষ তোমার নারী বলে। আজও নারীরা নিগৃহীতা
তোমারই মতন, নিপীড়িতা, বঞ্চিতা, মানুষরূপী অসুরের হাতে
লাঞ্ছিতা বার বার, ধূলায় লুটিছে তাদের মর্যাদা-সম্ভ্রম।
আপন ঘরে তোমায় নিতে এসেছিল মাতা,
সকল নারীর দুঃখ বেদন ধারণ করি শিরে
অশ্রু সজল আঁখি মুছে গিয়েছিলে ফিরে
শান্তশীতল মাতৃক্রোড়ে মাটির নিবিড় অন্তরে।
এ জগত বড়ই কঠিন সংকীর্ণতার অহংকারে,
পুষ্পিতা তুমি হয়েছ বার বার নিগৃহীতা, অসম্মানের
আঘাত শুধু তোমারই বুকে বেজেছে সুকঠিন,
দোষ তোমার নারী বলে। আজও নারীরা নিগৃহীতা
তোমারই মতন, নিপীড়িতা, বঞ্চিতা, মানুষরূপী অসুরের হাতে
লাঞ্ছিতা বার বার, ধূলায় লুটিছে তাদের মর্যাদা-সম্ভ্রম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবু সাইদ লিপু ১২/০৮/২০১৭আনন্দ লাগল পড়ে।
-
অর্ক রায়হান ১২/০৮/২০১৭দারুণ!
-
প্রনব ১২/০৮/২০১৭মৃন্ময়ী।
-
কামরুজ্জামান সাদ ১২/০৮/২০১৭ভালোই বটে!
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১২/০৮/২০১৭অ ন ব দ্য।
-
তীর্থের কাক ১২/০৮/২০১৭অসাধারন