গাঁয়ের পথ
গাঁয়ের পথ তুমি কোথায় গিয়েছ চলে,
কে ছিল প্রথম সে পথিক, কোন সে কালে
চরণ ছোঁয়ায় পরশে তোমায় দিয়েছিল
স্বপন ঢেলে তোমার হৃদয় মূলে,
তুমি হয়েছ অসীম তাই, অজানা রাতের কোলে
ঘুমায়ে নির্জণে গুনেছো পদধ্বনি
আসিবে সে পথিক প্রভাত বেলা,
মাতিবে কৌতুহলে তোমার সাথে দিনের খেলা।
কোথায় তোমার শুরু, কোথায়ই বা শেষ,
ঘুরিয়া ফিরিয়া রেখেছো জড়ায়ে দেশ ও বিদেশ
সবারে দিয়েছ ঠিকানা নিজে থাকিয়া নিরুদ্দেশ।
কে ছিল প্রথম সে পথিক, কোন সে কালে
চরণ ছোঁয়ায় পরশে তোমায় দিয়েছিল
স্বপন ঢেলে তোমার হৃদয় মূলে,
তুমি হয়েছ অসীম তাই, অজানা রাতের কোলে
ঘুমায়ে নির্জণে গুনেছো পদধ্বনি
আসিবে সে পথিক প্রভাত বেলা,
মাতিবে কৌতুহলে তোমার সাথে দিনের খেলা।
কোথায় তোমার শুরু, কোথায়ই বা শেষ,
ঘুরিয়া ফিরিয়া রেখেছো জড়ায়ে দেশ ও বিদেশ
সবারে দিয়েছ ঠিকানা নিজে থাকিয়া নিরুদ্দেশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রনব ১৩/০৮/২০১৭অসাধারণ***
-
মোজাহিদুর ইসলাম ইমন ১১/০৮/২০১৭কি অনবদ্য কবিতা
-
তীর্থের কাক ১১/০৮/২০১৭বেশ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১১/০৮/২০১৭অ ন ব দ্য।
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১০/০৮/২০১৭ভালো লাগলো
-
ধ্রুবক ১০/০৮/২০১৭ভালো।