সাঁঝের ছায়ায় বঁধু হেটে চলে
সাঁঝের ছায়ায় বঁধু হেটে চলে,
কলসীর জলে
ঢেউ ছল ছল কত কথা বলে,
গুঞ্জরিত মন রঙিন স্বপ্ন আঁকে লাজুক লতায়।
আপনা হারায়ে উন্মনা মন
ভাসিছে আশায় সুখের বেদন
যত মধু সঞ্চিত রাখিয়া বুকে,
খুব বেশী নয় চাওয়া তার,
ছোট সে সংসার
উঠুক ভরে
আবেগ-ভালোবাসা-আবদারে,
হোক প্লাবিত জোছনা কুসুম মায়ায়।
কলসীর জলে
ঢেউ ছল ছল কত কথা বলে,
গুঞ্জরিত মন রঙিন স্বপ্ন আঁকে লাজুক লতায়।
আপনা হারায়ে উন্মনা মন
ভাসিছে আশায় সুখের বেদন
যত মধু সঞ্চিত রাখিয়া বুকে,
খুব বেশী নয় চাওয়া তার,
ছোট সে সংসার
উঠুক ভরে
আবেগ-ভালোবাসা-আবদারে,
হোক প্লাবিত জোছনা কুসুম মায়ায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবু সাইদ লিপু ১২/০৮/২০১৭আহারে!
-
Abdullah Al Mamun ১০/০৮/২০১৭Nice
-
দেবাশীষ দিপন ১০/০৮/২০১৭দারুণ!
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১০/০৮/২০১৭অ ন ব দ্য।
-
তীর্থের কাক ১০/০৮/২০১৭চমৎকার
-
আব্দুল হক ১০/০৮/২০১৭সুন্দর ঃলিখা!!