ভুলিও না
হৃদয়ের স্পন্দন আজ যদি থেমে গেল
ভুলিও না একদিন সে ছিল
তোমাদের সাথী।
সুখ দুখ প্রেমপ্রীতি
হাসি কান্নার স্মৃতি
বেদনা সুখের আবৃত্তি
বিষাদ আনন্দ গানে
ঝরিত ঝরঝর বিকশিত শ্রাবণে,
দুলিয়ে পাতা ডালে ডালে
কাননে জাগাতো হিল্লোল,
সাগরের উচ্ছ্বাস লাগিত তোমাদের মনে
অনাগত দিনের প্রয়োজনে
ভালোবাসিবার
কাছে আসিবার
বিশ্বসৃষ্টির আয়োজনে!
ভুলিও না একদিন সে ছিল
তোমাদের সাথী।
সুখ দুখ প্রেমপ্রীতি
হাসি কান্নার স্মৃতি
বেদনা সুখের আবৃত্তি
বিষাদ আনন্দ গানে
ঝরিত ঝরঝর বিকশিত শ্রাবণে,
দুলিয়ে পাতা ডালে ডালে
কাননে জাগাতো হিল্লোল,
সাগরের উচ্ছ্বাস লাগিত তোমাদের মনে
অনাগত দিনের প্রয়োজনে
ভালোবাসিবার
কাছে আসিবার
বিশ্বসৃষ্টির আয়োজনে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোজাহিদুর ইসলাম ইমন ০৮/০৮/২০১৭সুন্দর
-
সমির প্রামাণিক ০৭/০৮/২০১৭ভোলার মত নয়- খুব সুন্দর। শুভেচ্ছা।
-
কামরুজ্জামান সাদ ০৭/০৮/২০১৭সুন্দর
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৭/০৮/২০১৭সুন্দর।
-
মোঃ নাজমুল হাসান ০৭/০৮/২০১৭অসাধারন।
-
তীর্থের কাক ০৬/০৮/২০১৭চমৎকার