খুকী তুমি কোথায় ছিলে
খুকী তুমি কোথায় ছিলে,
কেন এলে মায়ের কোলে?
তুমি কি গো তারার দেশের পরী
পথ হারিয়ে পথের খোঁজে
যখন ফিরেছিলে একলা রাতে
তখন কি গো শুনেছিলে
মায়ের আদরভরা ডাক?
স্বপ্নসোপান বেয়ে তাই কি তুমি এলে
জোছনা ঢেলে আলোয় ভরে
মায়ের শূন্য কোল,
মায়ের মিষ্টি হাসি চাঁদমুখী মুখ
ভোলালো কি পথের সকল দুখ?
কেন এলে মায়ের কোলে?
তুমি কি গো তারার দেশের পরী
পথ হারিয়ে পথের খোঁজে
যখন ফিরেছিলে একলা রাতে
তখন কি গো শুনেছিলে
মায়ের আদরভরা ডাক?
স্বপ্নসোপান বেয়ে তাই কি তুমি এলে
জোছনা ঢেলে আলোয় ভরে
মায়ের শূন্য কোল,
মায়ের মিষ্টি হাসি চাঁদমুখী মুখ
ভোলালো কি পথের সকল দুখ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম এম হোসেন ০৬/০৮/২০১৭চমৎকার
-
সমির প্রামাণিক ০৬/০৮/২০১৭বাহ! খুকির পথচলার গল্পটি তো বেশ! খুব সুন্দর।
-
অর্ক রায়হান ০৬/০৮/২০১৭দারুণ!
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৬/০৮/২০১৭অসাধারণ
-
কামরুজ্জামান সাদ ০৫/০৮/২০১৭দারুন লিখেছেন অনুপ দাদা