স্নিগ্ধ মাটির মায়ায়
আমায় দাও এনে একটি তারা,
যে ঝরাবে সাঁঝের আলোয় নয়নধারা
আমার নয়নে। জন্ম হবে একটি নদীর
খর স্রোতে প্লাবিত দুকুল হবে তার,
ছুটবে সে সাগর পানে
ভাটির দেশের গানে গানে।
ভেলায় ভেসে বেহুলা যাবে অলকায়,
মাটির দেশের মেয়ে ভালোবাসার ছোঁয়ায়
ফিরবে স্বামীর প্রাণ ফিরিয়ে স্বর্গ করে জয়!
হারিয়ে যাওয়া কালের সুরে
তবে বাজবে বাঁশী নতুন করে,
সেই বেদনায় আবার আমি আসব ফিরে
ফুলের বনে দোলন চাঁপার দোলায়,
আমার জন্ম হবে এই দেশেতেই স্নিগ্ধ মাটির মায়ায়!
যে ঝরাবে সাঁঝের আলোয় নয়নধারা
আমার নয়নে। জন্ম হবে একটি নদীর
খর স্রোতে প্লাবিত দুকুল হবে তার,
ছুটবে সে সাগর পানে
ভাটির দেশের গানে গানে।
ভেলায় ভেসে বেহুলা যাবে অলকায়,
মাটির দেশের মেয়ে ভালোবাসার ছোঁয়ায়
ফিরবে স্বামীর প্রাণ ফিরিয়ে স্বর্গ করে জয়!
হারিয়ে যাওয়া কালের সুরে
তবে বাজবে বাঁশী নতুন করে,
সেই বেদনায় আবার আমি আসব ফিরে
ফুলের বনে দোলন চাঁপার দোলায়,
আমার জন্ম হবে এই দেশেতেই স্নিগ্ধ মাটির মায়ায়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তীর্থের কাক ০৮/০৮/২০১৭সুন্দর
-
কামরুজ্জামান সাদ ০৫/০৮/২০১৭বিরাম চিহ্নের স্বাধীন ব্যবহার দেখে ভাল লাগল।কবি দারুণ লিখেছেন
-
আমি সেই প্রতিবাদী নারী ০৫/০৮/২০১৭খুব সুন্দর!