কেউ রেখ না মনে
আমায় কেউ রেখ না মনে,
কেউ কেঁদ না সঙ্গোপনে কোন গৃহকোনে,
কভূ যদি উথলে ওঠে নয়ন
ভাসিয়ে দিও সকল ব্যথা শান্ত সাগর পানে।
শূন্য আকাশ পানে চেয়ে চেয়ে
কেউ খুঁজোনা আমার ফেলে যাওয়া গান,
লুকায়ে সে আছে যে নদীর জলে
ঢেউয়ে ঢেউয়ে যাওয়া-আসা জোয়ার-ভাটার টান।
কেউ কেঁদ না সঙ্গোপনে কোন গৃহকোনে,
কভূ যদি উথলে ওঠে নয়ন
ভাসিয়ে দিও সকল ব্যথা শান্ত সাগর পানে।
শূন্য আকাশ পানে চেয়ে চেয়ে
কেউ খুঁজোনা আমার ফেলে যাওয়া গান,
লুকায়ে সে আছে যে নদীর জলে
ঢেউয়ে ঢেউয়ে যাওয়া-আসা জোয়ার-ভাটার টান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম এম হোসেন ০৯/০৮/২০১৭সুন্দর।
-
সাইয়িদ রফিকুল হক ০২/০৮/২০১৭বাঃ, সুন্দর!
-
মোনালিসা ০২/০৮/২০১৭
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০২/০৮/২০১৭সুন্দর।