জগৎ জুড়ে প্রেমের খেলা
জগৎ জুড়ে প্রেমের খেলা, প্রেম ছড়ানো বিশ্বময়
প্রেমের টানে ঝরিছে আলো,
গ্রহ-সূর্য-তারা ঘুরিছে বৃত্তে, প্রেমিক করিছে প্রেমিকার হৃদয় জয়।
প্রেমের আগুন বিরহজ্বালা, যদি তুমি পুড়ে হও ছাই
সেও তো প্রেমের জয়, বলনা কভূ, “এ জগতে প্রেম নাই।”
প্রেমের টানে ঝরিছে আলো,
গ্রহ-সূর্য-তারা ঘুরিছে বৃত্তে, প্রেমিক করিছে প্রেমিকার হৃদয় জয়।
প্রেমের আগুন বিরহজ্বালা, যদি তুমি পুড়ে হও ছাই
সেও তো প্রেমের জয়, বলনা কভূ, “এ জগতে প্রেম নাই।”
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ৩১/০৭/২০১৭প্রেম নিঃস্বার্থ হোক।
-
Abdullah Al Mamun ৩১/০৭/২০১৭Sundor
-
কামরুজ্জামান সাদ ৩১/০৭/২০১৭লেখনশৈলী দারুন।ঠিকঠাক লেগেছে।
-
মল্লিকা রায় ৩১/০৭/২০১৭সবখানে প্রেম থাকে না,ভাল কবিতা।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ৩১/০৭/২০১৭সু ন্দ র।