শ্রাবণের বর্ষা
শ্রাবণের বর্ষা এসেই বলে, “আমি অতিথি হব বেশ কয়েকদিন।
জল ছিটিয়ে খেলবো তোমার সাথে,
ভিজে কাপড়ে তোমাকে সাজাবো মনের মতন,
গান শোনাবো সাগর থেকে আনা মুক্তা ঝরানো সুরে।
তুমি ঘুমাবে আর আমি আলতো করে তোমায় ছুঁয়ে দেব,
স্বপ্নের দেশে তুমি ভেসে ভেসে মেঘ হয়ে ফিরবে আমারই সাথে,
তুমি আর আমি কখন যে এক হয়ে যাব
টের পাবে না কেউ – তুমিও না, আমিও না!”
জল ছিটিয়ে খেলবো তোমার সাথে,
ভিজে কাপড়ে তোমাকে সাজাবো মনের মতন,
গান শোনাবো সাগর থেকে আনা মুক্তা ঝরানো সুরে।
তুমি ঘুমাবে আর আমি আলতো করে তোমায় ছুঁয়ে দেব,
স্বপ্নের দেশে তুমি ভেসে ভেসে মেঘ হয়ে ফিরবে আমারই সাথে,
তুমি আর আমি কখন যে এক হয়ে যাব
টের পাবে না কেউ – তুমিও না, আমিও না!”
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২৯/০৭/২০১৭দারুণ কবি
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৯/০৭/২০১৭অ ন ব দ্য।