একটি প্রশ্ন
ছোট্ট একটি মেয়ে বিনা চিকিৎসায় যাচ্ছে মরে, যাচ্ছে চলে
মাথা রেখে দুঃখিনী মায়ের কোলে,
গরীব - তাই সবাই রেখেছে তাদের ফেলে
হাসপাতালের এক কোনে অবহেলে।
বসে আছে মা, কর্তব্যবিমূঢ়, ভাগ্যহত
মায়ের কান্না দেখবে কে? মানবিকতা সেই কবে হয়েছে নিহত
শুধু কেঁদে কেঁদে মেয়ে কয়,
“মা, বড় কষ্ট, আমি বাঁচবনা আর, মরে যাচ্ছি, নেই কি আমার অধিকার
আর সব ছোটদের মত এ পৃথিবীতে একটুকু ছোটাছুটি খেলিবার?
মাথা রেখে দুঃখিনী মায়ের কোলে,
গরীব - তাই সবাই রেখেছে তাদের ফেলে
হাসপাতালের এক কোনে অবহেলে।
বসে আছে মা, কর্তব্যবিমূঢ়, ভাগ্যহত
মায়ের কান্না দেখবে কে? মানবিকতা সেই কবে হয়েছে নিহত
শুধু কেঁদে কেঁদে মেয়ে কয়,
“মা, বড় কষ্ট, আমি বাঁচবনা আর, মরে যাচ্ছি, নেই কি আমার অধিকার
আর সব ছোটদের মত এ পৃথিবীতে একটুকু ছোটাছুটি খেলিবার?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ক রায়হান ২৪/০৭/২০১৭চমৎকার।
-
সাইয়িদ রফিকুল হক ২৪/০৭/২০১৭মানুষ মানুষের জন্য।
-
মোনালিসা ২৪/০৭/২০১৭
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৪/০৭/২০১৭বাস্তব!