রজনীর স্বপ্ন
ক্লান্ত রাতের বাতাস রাতকে ঢেকে কয়,
“হে রজনী, শূন্যতায় কেন ভরাও হৃদয়,
কার স্বপনে তারায় তারায় ছায়া মেলে
বসে আছো চাঁদের নীরব জোছনা ঢেলে,
বিশ্বজোড়া দৃষ্টি মেলে ব্যথার কথা কও
নির্জনেতে ঢেউ তুলে কাহার পথ চাও?”
সহসা ফুটলো ফুল হৃদয় মেখে বেদনাতে।
বাতাস শুধায়, “এসেছো খেলতে রাতের সাথে?”
“হে রজনী, শূন্যতায় কেন ভরাও হৃদয়,
কার স্বপনে তারায় তারায় ছায়া মেলে
বসে আছো চাঁদের নীরব জোছনা ঢেলে,
বিশ্বজোড়া দৃষ্টি মেলে ব্যথার কথা কও
নির্জনেতে ঢেউ তুলে কাহার পথ চাও?”
সহসা ফুটলো ফুল হৃদয় মেখে বেদনাতে।
বাতাস শুধায়, “এসেছো খেলতে রাতের সাথে?”
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২৩/০৭/২০১৭অনিন্দ্য
-
সাইয়িদ রফিকুল হক ২৩/০৭/২০১৭বেশ তো।
-
বিপ্লব চাকমা ২৩/০৭/২০১৭সুন্দর couplet...একটি সুন্দর আবহ প্রেমিক যুগলের...!!
-
মোনালিসা ২৩/০৭/২০১৭সুন্দর
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৩/০৭/২০১৭সুন্দর!
-
এস এম আলমগীর হোসেন ২৩/০৭/২০১৭সুন্দর