নদীর দুঃখ
নদীর দুঃখ সে কাঁদতে পারে না
শুধু অন্যের অশ্রুজল বুকে বয়ে নেয়,
এ জলে তার কোন অধিকার নেই
সাগরে অর্পণ করেই মেটে তার দায়।
শুধু অন্যের অশ্রুজল বুকে বয়ে নেয়,
এ জলে তার কোন অধিকার নেই
সাগরে অর্পণ করেই মেটে তার দায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোজাহিদুর ইসলাম ইমন ২৪/০৭/২০১৭সুন্দর
-
Abdullah Al Mamun ২৩/০৭/২০১৭valo
-
অর্ক রায়হান ২৩/০৭/২০১৭ভালো।
-
নাবিক ২৩/০৭/২০১৭ছোট্ট সুন্দর, কবিতা।
-
বিপ্লব চাকমা ২৩/০৭/২০১৭কবি, সুখ দুঃখ দেখে কে?
কার ভেতরে থাকে সে?
যাকে ভাবি আছে সুখে
দুঃখের কথা এসে বলে আরেক ফাঁকে!
কে জানে, কবি
তারপরেও বলতে শুনি
নদী মারা গেছে!
তবে ঠিক বলেছেন, নদীরও দুঃখ আছে।! -
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৩/০৭/২০১৭খুব ভালো। শুভেচ্ছা নেবেন কবি।
-
কামরুজ্জামান সাদ ২৩/০৭/২০১৭নিঃশব্দের যাত্রা