ক্ষুধার্ত হৃদয়ের স্বপ্ন
ক্ষুধার্ত হৃদয়ের স্বপ্ন কঠিন পাষাণ।
সে তো স্বপ্ন নয়, জলন্ত আগুন,
দূর্ভিক্ষের মহাশাসন,
মৃত্যুপুরী নিঃশব্দ মহাশশ্মান।
সাজানো বাগান সেখানে বেমানান,
সুখের বিলাস সেখানে অদর্শন, অপ্রয়োজন।
আশা সেখান মৃত, কল্পনা নিহত,
সেখানে নেই কোন প্রাণ,
জাগে না ভালোবাসার কোন স্পন্দন।
সে তো স্বপ্ন নয়, জলন্ত আগুন,
দূর্ভিক্ষের মহাশাসন,
মৃত্যুপুরী নিঃশব্দ মহাশশ্মান।
সাজানো বাগান সেখানে বেমানান,
সুখের বিলাস সেখানে অদর্শন, অপ্রয়োজন।
আশা সেখান মৃত, কল্পনা নিহত,
সেখানে নেই কোন প্রাণ,
জাগে না ভালোবাসার কোন স্পন্দন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২২/০৭/২০১৭ভাবনাটাতে নতুনত্ব রয়েছে
-
সাইয়িদ রফিকুল হক ২১/০৭/২০১৭তবুও জাগবে ভালোবাসার স্বপ্ন।
-
ধ্রুবক ২১/০৭/২০১৭ভালো।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২১/০৭/২০১৭অনেক ভালো।
-
নাবিক ২১/০৭/২০১৭👌👌👌