বৃষ্টি ধারায় চান করে
বৃষ্টি ধারায় চান করে আজ জাগল কদম ফুল
চোখ মেলে সে দেখল বাদল, চারিদিকে একি কলরোল!
টুপুর-টাপুর বৃষ্টি পড়ে গায়
মন ছুঁয়ে যায় মেঘের কাজল মায়ায়,
শ্রাবণ হাওয়ার পরশেতে নামে হৃদয়েতে শিহরণের ঢল!
চোখ মেলে সে দেখল বাদল, চারিদিকে একি কলরোল!
টুপুর-টাপুর বৃষ্টি পড়ে গায়
মন ছুঁয়ে যায় মেঘের কাজল মায়ায়,
শ্রাবণ হাওয়ার পরশেতে নামে হৃদয়েতে শিহরণের ঢল!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২১/০৭/২০১৭খুব ভালো।
-
বিপ্লব চাকমা ২০/০৭/২০১৭আহ্! বৃষ্টি এলো কদম তলায়
কবি এলেন সাথে
টুপুর টাপুর ভালবাসার মেলায়
প্রেম খেলছে মাঠে।
সুন্দর কবি। -
কামরুজ্জামান সাদ ২০/০৭/২০১৭বাহ!
-
সাইয়িদ রফিকুল হক ২০/০৭/২০১৭শ্রাবণ এলো বলে
দেখছি বৃষ্টিধারা।