শূন্যতা আজ ভরাবে তুমি
কলসীর শূন্যতা আজ ভরাবে তুমি
অনন্ত বিষাদ
কতদিন ছিল একা পড়ে।
সময় গিয়েছে গড়িয়ে,
সুখের ঘন্টা বাজিয়ে
দুঃখের প্রভাতে
সন্ধ্যা এসেছে উৎফুল্ল বেশে
রাত্রি যাপনের ছলে।
তোমার নয়নে ছায়াপথের আলো
স্মৃতির অনন্তে আত্মবিস্মৃতি
সব ভুলিয়ে আমায় শান্তি দেবে।
আমি আজ ঘুমাবো সারারাত জেগে জেগে
অনন্তকাল, ক্ষণকাল বেধে রেখে তোমার আঁচলে।
অনন্ত বিষাদ
কতদিন ছিল একা পড়ে।
সময় গিয়েছে গড়িয়ে,
সুখের ঘন্টা বাজিয়ে
দুঃখের প্রভাতে
সন্ধ্যা এসেছে উৎফুল্ল বেশে
রাত্রি যাপনের ছলে।
তোমার নয়নে ছায়াপথের আলো
স্মৃতির অনন্তে আত্মবিস্মৃতি
সব ভুলিয়ে আমায় শান্তি দেবে।
আমি আজ ঘুমাবো সারারাত জেগে জেগে
অনন্তকাল, ক্ষণকাল বেধে রেখে তোমার আঁচলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২০/০৭/২০১৭বেশ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২০/০৭/২০১৭ভালোলাগা।
-
ধ্রুবক ২০/০৭/২০১৭ভালো লাগলো।
-
নাবিক ২০/০৭/২০১৭মন খারাপ করে দেয়া কবিতা 😐