স্বপ্নে আনাগোনা
তুমি ছিলে আমার হৃদয় জুড়ে
প্রথম দিনের শিশির ধোঁয়া ভালবাসা।
ছিলাম অবুঝ তখন, পাখা মেলে
তোমার পানে উড়েছিল সুপ্ত সকল আশা।
ছিল নাকো বাধা, মুক্ত মনের স্বপ্নসাধ
খোলা বেনী আপন মনে
আনন্দেতে গানে গানে
স্রোত ধারার ছুটেছিল সাগর পানে অবাধ।
কে জানিত একদিন হবে সব পুরাতন কথা,
তুমি যাবে চলে হঠাৎ রেখে আমায় একা
এই ধরনীতে থাকব আমি মুখটি আঁচল ঢাকা।
মনে মনে দিবস-নিশি কেঁদে
চাঁদের আলোয় তোমার মায়া বেঁধে
মেঘগুলো সব যাবে ভেসে ব্যস্তবেশে
ছুঁয়ে আমার দেশ তোমার দেশে সেই অজানা,
যেথায় তুমি আছ – আমার নিত্য সেথা স্বপ্নে আনাগোনা।
প্রথম দিনের শিশির ধোঁয়া ভালবাসা।
ছিলাম অবুঝ তখন, পাখা মেলে
তোমার পানে উড়েছিল সুপ্ত সকল আশা।
ছিল নাকো বাধা, মুক্ত মনের স্বপ্নসাধ
খোলা বেনী আপন মনে
আনন্দেতে গানে গানে
স্রোত ধারার ছুটেছিল সাগর পানে অবাধ।
কে জানিত একদিন হবে সব পুরাতন কথা,
তুমি যাবে চলে হঠাৎ রেখে আমায় একা
এই ধরনীতে থাকব আমি মুখটি আঁচল ঢাকা।
মনে মনে দিবস-নিশি কেঁদে
চাঁদের আলোয় তোমার মায়া বেঁধে
মেঘগুলো সব যাবে ভেসে ব্যস্তবেশে
ছুঁয়ে আমার দেশ তোমার দেশে সেই অজানা,
যেথায় তুমি আছ – আমার নিত্য সেথা স্বপ্নে আনাগোনা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ন্যান্সি দেওয়ান ১৮/০৭/২০১৭Better.
-
কামরুজ্জামান সাদ ১৮/০৭/২০১৭ভালোই বলবো।লেখাটা দারুন ছিলো।