একটি ফুলের কাঁদন
দেখেছো কি কেউ একটি ফুলের কাঁদন?
ঝরে গেল মুখের হাসি রেখে মুখে,
ছিল তবু তাহার বুকের মাঝে অনেক বেদন।
কত মধু ছিল তাহার
ছিল আশা ঝরার আগে বিলিয়ে যাবে সুখে।
দিনের শেষে ক্লান্ত বেশে
ছায়ার মাঝে আলোর সমাপন,
তবু কেউ আসে নি নিতে তাহার ধন।
তাই ঝরল যখন রেখে গেল একটি আশার পাপড়ি মেলে,
কেউ যেন কুঁড়িয়ে তাকে যত্ন করে
গাঁথে মালা, পরায় প্রিয় গলায়,
ভালোবাসার মনটি তাহার যেন বাঁধে সুগন্ধ শোভায়।
ঝরে গেল মুখের হাসি রেখে মুখে,
ছিল তবু তাহার বুকের মাঝে অনেক বেদন।
কত মধু ছিল তাহার
ছিল আশা ঝরার আগে বিলিয়ে যাবে সুখে।
দিনের শেষে ক্লান্ত বেশে
ছায়ার মাঝে আলোর সমাপন,
তবু কেউ আসে নি নিতে তাহার ধন।
তাই ঝরল যখন রেখে গেল একটি আশার পাপড়ি মেলে,
কেউ যেন কুঁড়িয়ে তাকে যত্ন করে
গাঁথে মালা, পরায় প্রিয় গলায়,
ভালোবাসার মনটি তাহার যেন বাঁধে সুগন্ধ শোভায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১৭/০৭/২০১৭বেশ লিখেছেন
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৭/০৭/২০১৭বেশ! শুভেচ্ছা।