পথ চলা
তোমার ঘরের ঠিকানা তুমি জানো না?
সন্ধ্যা বেলায় সবাই ঘরে ফিরে যায়,
সারাদিন ঘুরে ঘুরে তুমিও ক্লান্ত হও,
তখন কোথায় যাবে বিশ্রাম নিতে? জানো না?
তোমার ঘর নেই, পথে পথে
এমনিভাবে আর কতদিন চলতে পারবে?
“যতদিন সময় আছে ততদিন,
সময় ফুরালে চলার আর কি প্রয়োজন?”
সন্ধ্যা বেলায় সবাই ঘরে ফিরে যায়,
সারাদিন ঘুরে ঘুরে তুমিও ক্লান্ত হও,
তখন কোথায় যাবে বিশ্রাম নিতে? জানো না?
তোমার ঘর নেই, পথে পথে
এমনিভাবে আর কতদিন চলতে পারবে?
“যতদিন সময় আছে ততদিন,
সময় ফুরালে চলার আর কি প্রয়োজন?”
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিপ্লব চাকমা ১৪/০৭/২০১৭সহজ ভাষায় গভীর ভাবের উপস্থাপন। বেশ উপভোগ্য।কবি, আরেকটু গভীরে গেলেই পাবেন সুখের ঠিকানা। চলবে।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৪/০৭/২০১৭ভালো।