ব্যথাভরা বন্ধন
একি ছলনা তোমার, যখনি এসেছি কাছে
ভুলে যাও বারে বার ডেকেছ আমায়।
বলো প্রতিবার, “আমি ডাকি নাই তোমাকে।”
যখন ফিরে চলি ব্যথা ভরা প্রাণে,
তখনি আমায় পড়ে তোমার মনে, ডাক পূনরায়,
হায়, আসিতে কাছে আবার যাও ভুলে।
যখনই যাই দূরে ডাক ফিরে ফিরে,
যতবার আসি ততবার যাও ভুলে --
এ কি খেলা তোমার সারা বেলা,
পারি না যেতে সরে চিরতরে দূরে, বারে বারে তাই করি যাওয়া-আসা
ব্যথাভরা বন্ধনে
অবহেলা করিয়া তোমার নিষ্ঠুর অবহেলা।
ভুলে যাও বারে বার ডেকেছ আমায়।
বলো প্রতিবার, “আমি ডাকি নাই তোমাকে।”
যখন ফিরে চলি ব্যথা ভরা প্রাণে,
তখনি আমায় পড়ে তোমার মনে, ডাক পূনরায়,
হায়, আসিতে কাছে আবার যাও ভুলে।
যখনই যাই দূরে ডাক ফিরে ফিরে,
যতবার আসি ততবার যাও ভুলে --
এ কি খেলা তোমার সারা বেলা,
পারি না যেতে সরে চিরতরে দূরে, বারে বারে তাই করি যাওয়া-আসা
ব্যথাভরা বন্ধনে
অবহেলা করিয়া তোমার নিষ্ঠুর অবহেলা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সৌম্যকান্তি চক্রবর্তী ১৩/০৭/২০১৭খুব ভালো লাগল
-
ন্যান্সি দেওয়ান ১২/০৭/২০১৭Adorable love in peom.
-
বিপ্লব চাকমা ১২/০৭/২০১৭কবি, এমনকি কোন রোগ আছে ব্যথা ছাড়া হয় ভালা
এমন কোন আছে ভালবাসা নাই কোন জ্বালা!
ব্যথাতুর মন
ভালবাসার ধন। একটু সহ্যক্ষমতা থাকতেই হবে।
সুন্দরকবিতার সুন্দর ব্যথা। -
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১২/০৭/২০১৭সুন্দর।