একই আকাশ তলে
ব্যথা আছে বুকের ভিতর
কেমন করে আকাশ তাহা জানে?
চোখে তাহার মন এঁকে দেয়
যখন তাকায় বাহিরেতে উর্ধ পানে।
ভেঙ্গে কালের সীমা বাঁধন হারা শূন্য অসীম গগন
ফিরিয়ে দেয় হারানো সেই অতীত দিনের বেদন।
মনের মাঝে ছিল অনেক কথা, হয় নি বলা কোনদিন
একদিন তাই হারিয়ে গেল স্বপ্নে পাওয়া পরান।
সময় এসে প্রিয়াকে তার নিয়ে গেল
পথ ভুলিয়ে অন্য পথের ছলে,
সেই থেকে দিন কাটে তার
জ্বলে বিরহানলে এই একই আকাশ তলে!
কেমন করে আকাশ তাহা জানে?
চোখে তাহার মন এঁকে দেয়
যখন তাকায় বাহিরেতে উর্ধ পানে।
ভেঙ্গে কালের সীমা বাঁধন হারা শূন্য অসীম গগন
ফিরিয়ে দেয় হারানো সেই অতীত দিনের বেদন।
মনের মাঝে ছিল অনেক কথা, হয় নি বলা কোনদিন
একদিন তাই হারিয়ে গেল স্বপ্নে পাওয়া পরান।
সময় এসে প্রিয়াকে তার নিয়ে গেল
পথ ভুলিয়ে অন্য পথের ছলে,
সেই থেকে দিন কাটে তার
জ্বলে বিরহানলে এই একই আকাশ তলে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ১২/০৭/২০১৭বেশ ভালো !!
-
অর্ক রায়হান ১১/০৭/২০১৭সুন্দর।
-
পিছাবনী{রাধাশ্যাম জানা(রাজ)} ১১/০৭/২০১৭আকাশ শুধু উপরে নয় আকাশ নিচেও আছে। নিচের আকাশ টা নিজের কাছে।আয়না বেছাও হাঁটো আকাশে।সময়ের কাঁটা থামবে না তবু পিছাবনী মনে আছে।
-
বিপ্লব চাকমা ১১/০৭/২০১৭এই জীবনে তেমন কি আর আশা
স্বপ্ন মৃত্যু ভালবাসা।
শুভেচ্ছা জানবেন।