মধুর প্রণয়
ফুল ফুঁটে আছে বনের লতায় লতায়
পরশ পাবার আশে,
মৌমাছি সব আসবে কখন স্বপ্ন আবেশে।
প্রাণের সাথে প্রাণের গানে
গুঞ্জরিয়া মনের বনে
ছুঁয়ে দেবে কথা কবে
বিশ্ব ভুলে হৃদয় জুড়ে জাগবে অন্ধ প্রলয়,
চারিদিকে ভাসবে রেনু মধুর প্রণয়।
পরশ পাবার আশে,
মৌমাছি সব আসবে কখন স্বপ্ন আবেশে।
প্রাণের সাথে প্রাণের গানে
গুঞ্জরিয়া মনের বনে
ছুঁয়ে দেবে কথা কবে
বিশ্ব ভুলে হৃদয় জুড়ে জাগবে অন্ধ প্রলয়,
চারিদিকে ভাসবে রেনু মধুর প্রণয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Tanju H ১০/০৭/২০১৭অসাধারন ছন্দের কবিতা।শুভেচ্ছা।
-
অর্ক রায়হান ১০/০৭/২০১৭ভালো।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১০/০৭/২০১৭খুব ভালো।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১০/০৭/২০১৭প্রনয় > প্রণয়
-
কাজী জুবেরী মোস্তাক ১০/০৭/২০১৭ভালো লাগলো
-
দীননাথ মাইতি ১০/০৭/২০১৭বেশ ভালো