নীরবে গিয়েছ চলে
তুমি গিয়েছ চলে নীরবে, কোন কথা না বলে,
না ফেলে পলক চোখে
না হেসে মুখে
দেখো নি দূর থেকে, আসো নি কাছে
বসো নি পাশে
তুলো নি ঢেউ মনের আভাষে,
শেষের বেলায় ছাঁয়ায় না মিশে
নিমেষের অনিমেষ শেষে
নীরবে গিয়েছ চলে, নীরবের দেশে।
না ফেলে পলক চোখে
না হেসে মুখে
দেখো নি দূর থেকে, আসো নি কাছে
বসো নি পাশে
তুলো নি ঢেউ মনের আভাষে,
শেষের বেলায় ছাঁয়ায় না মিশে
নিমেষের অনিমেষ শেষে
নীরবে গিয়েছ চলে, নীরবের দেশে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Tanju H ০৭/০৭/২০১৭অসাধারন কবিতা!
-
সাইয়িদ রফিকুল হক ০৭/০৭/২০১৭বেশ তো।
-
মোনালিসা ০৭/০৭/২০১৭সুন্দর
-
আমি-তারেক ০৭/০৭/২০১৭onek sundor...ajkey amar babar mrittubarshiki, r ajke apni ei rokom kobita dilen.