আলোর স্বপ্নে আমি জাগি
কে চলেছো আলোর যাত্রী?
অন্তহীন গহীনে জ্বেলেছো আলোর শিখা
লক্ষ-কোটি নীহারিকা,
ছুটছে সবে দিগ্বিদিকে
বিকশিতে জগৎ আলোর কিরণ প্রভায়।
আঁধার ঘরে অন্ধ রাত্রি, বন্দী আমি,
তবু আলোর স্বপ্নে আমি জাগি।
তোমার পথের আলোক রেখা
ভালোবাসার অক্ষরে গভীর লিখন লেখা,
তোমার শিখায় জীবন আমার তাইতো আলোকময়।
অন্তহীন গহীনে জ্বেলেছো আলোর শিখা
লক্ষ-কোটি নীহারিকা,
ছুটছে সবে দিগ্বিদিকে
বিকশিতে জগৎ আলোর কিরণ প্রভায়।
আঁধার ঘরে অন্ধ রাত্রি, বন্দী আমি,
তবু আলোর স্বপ্নে আমি জাগি।
তোমার পথের আলোক রেখা
ভালোবাসার অক্ষরে গভীর লিখন লেখা,
তোমার শিখায় জীবন আমার তাইতো আলোকময়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Tanju H ০৭/০৭/২০১৭অপূর্ব।
-
ন্যান্সি দেওয়ান ০৭/০৭/২০১৭Good.
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৭/০৭/২০১৭বেশ!
-
সাইয়িদ রফিকুল হক ০৬/০৭/২০১৭ভালো।