অনন্ত পেলো অন্ত অবশেষে
শূন্য হতে শুরু হয়ে শূন্য পথে চলতে চলতে অবশেষে
শূন্য হয়েই অসীমে হারিয়ে গেল জীবন।
যে বিন্দুতে আবির্ভাব
সে বিন্দুতেই তিরোভাব
সময়ের বিবর্তণ
সবই এক বৃত্তে অনন্ত ঘূর্ণন।
অসীমের ঢেউ এসে
বালুচরে গেল হেসে
অনন্ত পেলো অন্ত অবশেষে
কুলে এসে মিশে গেল অকুল সাগর!
শূন্য হয়েই অসীমে হারিয়ে গেল জীবন।
যে বিন্দুতে আবির্ভাব
সে বিন্দুতেই তিরোভাব
সময়ের বিবর্তণ
সবই এক বৃত্তে অনন্ত ঘূর্ণন।
অসীমের ঢেউ এসে
বালুচরে গেল হেসে
অনন্ত পেলো অন্ত অবশেষে
কুলে এসে মিশে গেল অকুল সাগর!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৬/০৭/২০১৭বেশ!
-
Tanju H ০৫/০৭/২০১৭চমৎকার!
-
সাইয়িদ রফিকুল হক ০৫/০৭/২০১৭বেশ!
-
ন্যান্সি দেওয়ান ০৫/০৭/২০১৭Lovely.
-
দীননাথ মাইতি ০৫/০৭/২০১৭সুন্দর
-
আরিফুল ইসলাম ০৪/০৭/২০১৭অসাধারণ!