যদি যেতেই হবে
পাখিটিকে একদিন যদি যেতেই হবে উড়ে
বনের গাছে কেন বেঁধেছিল বাসা
কেন মনে পুষেছিল দূরন্ত এক আশা
রবে সেথা চিরকাল ভালবাসার টানে?
সাগরের ঢেউ এসে পড়ে তীরে
বালুকারাশির কোলে
দিয়ে সুধা ঢেলে,
যদি ফিরে যাবে এসেছো যে পথে
ক্ষণিকের তরে তবে কেন এসেছিলে কাঁদাতে?
বনের গাছে কেন বেঁধেছিল বাসা
কেন মনে পুষেছিল দূরন্ত এক আশা
রবে সেথা চিরকাল ভালবাসার টানে?
সাগরের ঢেউ এসে পড়ে তীরে
বালুকারাশির কোলে
দিয়ে সুধা ঢেলে,
যদি ফিরে যাবে এসেছো যে পথে
ক্ষণিকের তরে তবে কেন এসেছিলে কাঁদাতে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৫/০৭/২০১৭ভালো।
-
মোনালিসা ০৪/০৭/২০১৭
-
Tanju H ০৪/০৭/২০১৭চমৎকার কবিতা।
-
আরিফুল ইসলাম ০৪/০৭/২০১৭অসাধারণ!!!!!!
-
আনিসুর রহমান বাবু ০৪/০৭/২০১৭সুন্দর !