আছ তুমি মিষ্টি হাসি মেলে।
সারা বেলা তোমার সাথে আমার খেলা
দীঘির জলে ঢিল ফেলে ঢেউ তোলা,
এ পার হতে ঢেউগুলো যায় চলে
ও পারে যেথা তুমি আছ মিষ্টি হাসি মেলে।
দীঘির জলে ঢিল ফেলে ঢেউ তোলা,
এ পার হতে ঢেউগুলো যায় চলে
ও পারে যেথা তুমি আছ মিষ্টি হাসি মেলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
খায়রুল আহসান ০৩/০৭/২০১৭মিষ্টি, রোমান্টিক অনু কবিতা।
-
আরিফুল ইসলাম ০৩/০৭/২০১৭অসাধারণ!!!
-
সাইয়িদ রফিকুল হক ০৩/০৭/২০১৭বাঃ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৩/০৭/২০১৭অনবদ্য।
-
দ্বীপ সরকার ০৩/০৭/২০১৭সুন্দর
-
দীননাথ মাইতি ০৩/০৭/২০১৭ভালোবাসার কিছু অংশ