নাও ফিরিয়ে তোমার দেওয়া ধন
তোমায় আমি কী দেব, পাই না ভেবে,
ভাবিনি তো আসবে এমন দিন,
ঝুলি কাঁধে তুমি আসবে আমার দ্বারে
ভিক্ষা চাবে করুণ মলিন মুখে।
সেদিন তুমি ছিলে রাজা আমি তোমার প্রজা
তুমি বনের মাঝে বনস্পতি আমি ক্ষুদ্র লতা
যা চেয়েছি তাই দিয়েছ
নিয়েছি উজাড় করে
চাই নি যা তাও নিয়েছি,
সব দিয়েছো তুমি, ভালোবাসায় ভরা,
সব বিলিয়ে আজকে তুমি ফকির,
নাড়লে কড়া দূয়ারে আজ, দু হাত তোমার পাতি
ভিক্ষা তুমি চাও।
চাইলে যে দান সে তো তোমার দেওয়া ধন
সকল কিছু নাও ফিরিয়ে ঘুচুক তোমার অপমান।
ভাবিনি তো আসবে এমন দিন,
ঝুলি কাঁধে তুমি আসবে আমার দ্বারে
ভিক্ষা চাবে করুণ মলিন মুখে।
সেদিন তুমি ছিলে রাজা আমি তোমার প্রজা
তুমি বনের মাঝে বনস্পতি আমি ক্ষুদ্র লতা
যা চেয়েছি তাই দিয়েছ
নিয়েছি উজাড় করে
চাই নি যা তাও নিয়েছি,
সব দিয়েছো তুমি, ভালোবাসায় ভরা,
সব বিলিয়ে আজকে তুমি ফকির,
নাড়লে কড়া দূয়ারে আজ, দু হাত তোমার পাতি
ভিক্ষা তুমি চাও।
চাইলে যে দান সে তো তোমার দেওয়া ধন
সকল কিছু নাও ফিরিয়ে ঘুচুক তোমার অপমান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তরুণ কান্তি ২৫/০৬/২০১৮অসাধারন অনুভূতিতে ভরা।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০২/০৭/২০১৭কি > কী
ভালবসা > ভালোবাসা
তবে গীতাঞ্জলিকে অনুকরণ না করলেই হত। -
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০২/০৭/২০১৭বেশ।