নষ্ট পরিবেশ
একদিন এক পাগল বন্ধু আমার
কহিল আমাকে ডেকে, জানোতো ভবতোষ,
কাল সারারাত আমার কেটেছে বড় যন্ত্রণায়
বড় অসন্তোষ
মধ্যরাতে হঠাৎ উঠেছে সূর্য
অসহ্য তেজ, সবকিছু পুড়ে
ছারখার প্রায়, আমি সহ্য করতে পারি না,
চিৎকার করে বলেছি, হে সূর্য
এ তোমার কেমন বেশ?
বলেছে কি জানো? বলে, আমার কি দোষ?
তোমরা মানুষেরাই তো নষ্ট করেছো পরিবেশ,
দিনে আসি, আছে কি আমার সে সাহস!
কহিল আমাকে ডেকে, জানোতো ভবতোষ,
কাল সারারাত আমার কেটেছে বড় যন্ত্রণায়
বড় অসন্তোষ
মধ্যরাতে হঠাৎ উঠেছে সূর্য
অসহ্য তেজ, সবকিছু পুড়ে
ছারখার প্রায়, আমি সহ্য করতে পারি না,
চিৎকার করে বলেছি, হে সূর্য
এ তোমার কেমন বেশ?
বলেছে কি জানো? বলে, আমার কি দোষ?
তোমরা মানুষেরাই তো নষ্ট করেছো পরিবেশ,
দিনে আসি, আছে কি আমার সে সাহস!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিশ্বামিত্র ০১/০৭/২০১৭প্রকৃতির মার আমাদেরই খেতে হবে কারণ পরিবেশকে আমরা ভালোবাসা দিয়ে গড়তে পারিনি।কবিকে অশেষ ধন্যবাদ।
-
সাইয়িদ রফিকুল হক ০১/০৭/২০১৭বেশ!
-
Abdullah Al Mamun ০১/০৭/২০১৭Nice
-
স্বপন শর্মা ০১/০৭/২০১৭অসাধারণ বহিঃপ্রকাশ
-
কে. পাল ০১/০৭/২০১৭ভাল
-
সৌম্যকান্তি চক্রবর্তী ০১/০৭/২০১৭বিষয়বস্তু ভালো
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০১/০৭/২০১৭বেশ ভালো।