রাতের ফুল
রাতের ফুল সকাল বেলায় ঝরে
রবির কিরণ আশীষ দিল তারে,
“তোমার সাথে আবার হবে দেখা
রাতে তুমি আসবে যখন একা
জোৎস্না হয়ে তোমায় ছুঁয়ে দেব
প্রাণের কথা তোমার সাথে কব
পবন হিল্লোলে উঠবে তুমি দুলে
জড়িয়ে তখন ধরবে আমায় সকল ভুলে।"
রবির কিরণ আশীষ দিল তারে,
“তোমার সাথে আবার হবে দেখা
রাতে তুমি আসবে যখন একা
জোৎস্না হয়ে তোমায় ছুঁয়ে দেব
প্রাণের কথা তোমার সাথে কব
পবন হিল্লোলে উঠবে তুমি দুলে
জড়িয়ে তখন ধরবে আমায় সকল ভুলে।"
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস এম রাকিবুল হোসাইন ০৩/০৭/২০১৭
-
বিশ্বামিত্র ০১/০৭/২০১৭খুব সুন্দর !কবিকে ধন্যবাদ।
-
ইস্তামুল হাসান ০১/০৭/২০১৭খুব সুন্দর
-
অর্ক রায়হান ৩০/০৬/২০১৭চমৎকার!
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ৩০/০৬/২০১৭খুব ভালো।
তুমি সন্ধ্যা তারা।
শুভেচ্ছা ও অভিনন্দন রইল।।