ভালোবাসা মোর যেওনা ভুলে
ভালোবাসা কাকে বল? ভালোবাসার খেলা খেলে
একদিন হঠাৎ সে বলে, “আমায় যেও ভুলে!”
মর্মে বাজিল সে কথা - অমর ভালোবাসা?
আকাশ-মাটিতে সম্মোহিত নন্দিত সেই আশা
বেদনায় কাঁদিল, ধরনীতে ঝরিল বৃষ্টির জল।
প্রশ্ন, “এতদিনের স্বপ্ন তবে কি আজ সকলি ভুল?”
আরো ঝরিল বৃষ্টি, সাগর ভরিল তার দু’চোখের জলে,
কাঁদিয়া অকাতরে ব্যথার বাঁধন প্লাবনে গেল খুলে।
উত্তর, “উপায় নাহি, আজ দূরে যেতে হবে চলে,
‘ভালোবাসি’ তাই মাথা রেখেছিলাম তোমার কোলে।
হৃদয় রেখে গেলাম বিদায় বেলা বাঁধিয়া তোমার আঁচলে,
আমাকে রাখিও না মনে, ভালোবাসা মোর যেওনা ভুলে।”
একদিন হঠাৎ সে বলে, “আমায় যেও ভুলে!”
মর্মে বাজিল সে কথা - অমর ভালোবাসা?
আকাশ-মাটিতে সম্মোহিত নন্দিত সেই আশা
বেদনায় কাঁদিল, ধরনীতে ঝরিল বৃষ্টির জল।
প্রশ্ন, “এতদিনের স্বপ্ন তবে কি আজ সকলি ভুল?”
আরো ঝরিল বৃষ্টি, সাগর ভরিল তার দু’চোখের জলে,
কাঁদিয়া অকাতরে ব্যথার বাঁধন প্লাবনে গেল খুলে।
উত্তর, “উপায় নাহি, আজ দূরে যেতে হবে চলে,
‘ভালোবাসি’ তাই মাথা রেখেছিলাম তোমার কোলে।
হৃদয় রেখে গেলাম বিদায় বেলা বাঁধিয়া তোমার আঁচলে,
আমাকে রাখিও না মনে, ভালোবাসা মোর যেওনা ভুলে।”
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ক রায়হান ২৮/০৬/২০১৭ভাল লাগলো।
-
মোনালিসা ২৮/০৬/২০১৭অপূর্ব
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৮/০৬/২০১৭বা! বেশ! শুভেচ্ছা।