স্মৃতি-সুধার ছন্দ
ফুলগুলি সব দলে দলে
ঝরে পড়ে মাটির কোলে
শেষ হয়েছে খেলা,
শাখা ছেড়ে গাছের তলায় ঝরা পাতার মেলা।
চারিদিকে বইছে বাতাস মৃদুমন্দ,
আকাশে আজ স্মৃতি-সুধার ছন্দ
মেঘে মেঘে রঙে রঙে আকাঁ -
যেন তোমার কথা আমার মানস পটে লেখা!
ঝরে পড়ে মাটির কোলে
শেষ হয়েছে খেলা,
শাখা ছেড়ে গাছের তলায় ঝরা পাতার মেলা।
চারিদিকে বইছে বাতাস মৃদুমন্দ,
আকাশে আজ স্মৃতি-সুধার ছন্দ
মেঘে মেঘে রঙে রঙে আকাঁ -
যেন তোমার কথা আমার মানস পটে লেখা!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০৬/২০১৭স্মৃতিসুধা আনন্দময়।
-
মোনালিসা ২৭/০৬/২০১৭সুন্দর
-
সৌম্যকান্তি চক্রবর্তী ২৭/০৬/২০১৭স্নিগ্ধতার আবেশ ছড়িয়ে দিলেন
-
মোঃ শফিক আল বারি ২৭/০৬/২০১৭খুবই সুন্দর
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৭/০৬/২০১৭ভালো।