আসিছে বর্ষা
আসিছে বর্ষা, এসেছে খবর দূর হতে
শাখায় শাখায় পড়েছে সাড়া বরিয়া নিতে,
মাতিয়া উচ্ছ্বাসে জোয়ার আসে,
নতুন আশায় স্বপন হাসে
মেঘের কোলে, ঝর ঝর ঝরিয়া ধারা মাতিবে প্রাণে।
কি কথা কহিল সাগর আষাঢ়ের কানে কানে
ঢালিয়া দিল সুধা অবচেতনে ধরনীর গহন মনে।
উড়িল বাদল হাওয়া,
টুপুর-টাপুর কথা কওয়া
বনলতার পাতায় পাতায় নিবিড় আধাঁর কাননে।
শাখায় শাখায় পড়েছে সাড়া বরিয়া নিতে,
মাতিয়া উচ্ছ্বাসে জোয়ার আসে,
নতুন আশায় স্বপন হাসে
মেঘের কোলে, ঝর ঝর ঝরিয়া ধারা মাতিবে প্রাণে।
কি কথা কহিল সাগর আষাঢ়ের কানে কানে
ঢালিয়া দিল সুধা অবচেতনে ধরনীর গহন মনে।
উড়িল বাদল হাওয়া,
টুপুর-টাপুর কথা কওয়া
বনলতার পাতায় পাতায় নিবিড় আধাঁর কাননে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৫/০৬/২০১৭মধ্যযুগের কবিতার স্বাদ পেলাম।
-
অর্ক রায়হান ২৫/০৬/২০১৭স্নিগ্ধা।
-
মোঃ শফিক আল বারি ২৫/০৬/২০১৭sundor likgechen kobi
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৫/০৬/২০১৭ভালো।