বৃষ্টি এল
বৃষ্টি এল ঘরের চালে
বৃষ্টি এল বিলের জলে
বৃষ্টি এল টাপুর টুপুর
বৃষ্টি এল ভরতে পুকুর।
বৃষ্টি এল মনের মাঝে
বৃষ্টি এল আঁধার সাঝে
বৃষ্টি এল ছন্দে মেতে
ধরার পায়ে পুষ্পগীত বন্দনাতে।
বৃষ্টি এল কৃষাণীর হৃদয় তলে
বৃষ্টি এল কৃষকের লাঙ্গল হালে
বৃষ্টি এল স্বপ্ন সুখে নতুন আশে
জাগবে জীবন ধান ফসলে নানা শষ্যে।
বৃষ্টি এল বিলের জলে
বৃষ্টি এল টাপুর টুপুর
বৃষ্টি এল ভরতে পুকুর।
বৃষ্টি এল মনের মাঝে
বৃষ্টি এল আঁধার সাঝে
বৃষ্টি এল ছন্দে মেতে
ধরার পায়ে পুষ্পগীত বন্দনাতে।
বৃষ্টি এল কৃষাণীর হৃদয় তলে
বৃষ্টি এল কৃষকের লাঙ্গল হালে
বৃষ্টি এল স্বপ্ন সুখে নতুন আশে
জাগবে জীবন ধান ফসলে নানা শষ্যে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ শফিক আল বারি ২৬/০৬/২০১৭অসাধারন
-
বিশ্বামিত্র ২৪/০৬/২০১৭গ্রীর্ষের শেষে বৃষ্টি প্রকৃতির দান।তার অপূর্ব বর্নণা খুব মন কেড়েছে।কবি শুভেচ্ছা থাকল।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৪/০৬/২০১৭উপভোগ্য।
-
Tanju H ২৩/০৬/২০১৭অসাধারন
শুভেচ্ছা রইল।