গৃহখানি আমার ছোট্ট কুঁড়ে ঘর
গৃহখানি আমার অতি সে ছোট্ট কুঁড়ে ঘর
তবু রয়েছে আকাশ তার ভিতর
বিস্তৃত পরিসর;
তোমার ঘর অট্টালিকা প্রাসাদ সুরম্য
তবু, সেখানে মুক্ত আলো-বাতাসের নাই প্রবেশাধিকার
বদ্ধ গন্ডীর ভিতর
রেখেছ আপনারে করি পর ,
চেয়ে দেখ শুধু জানালা খুলে
শুধু বল – আহা, কি চমৎকার!
তারপর একদিন তুমি রবে পাথরে ঢেকে
খোদাই করা বন্দী প্রস্তর স্তুপে;
অন্যদিকে, আমি যাব মিলে ধরনীর মাটিতে
ছড়িয়ে রব খোলা আকাশে মুক্তির সংগীতে।
তবু রয়েছে আকাশ তার ভিতর
বিস্তৃত পরিসর;
তোমার ঘর অট্টালিকা প্রাসাদ সুরম্য
তবু, সেখানে মুক্ত আলো-বাতাসের নাই প্রবেশাধিকার
বদ্ধ গন্ডীর ভিতর
রেখেছ আপনারে করি পর ,
চেয়ে দেখ শুধু জানালা খুলে
শুধু বল – আহা, কি চমৎকার!
তারপর একদিন তুমি রবে পাথরে ঢেকে
খোদাই করা বন্দী প্রস্তর স্তুপে;
অন্যদিকে, আমি যাব মিলে ধরনীর মাটিতে
ছড়িয়ে রব খোলা আকাশে মুক্তির সংগীতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২০/০৬/২০১৭ভালোলাগা রইল।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২০/০৬/২০১৭চমৎঅকার > চমৎকার
-
কে. পাল ২০/০৬/২০১৭বেশ
-
মো: মাসুদুর রহমান ২০/০৬/২০১৭shundar
-
ARUNABHA MUKHERJEE ২০/০৬/২০১৭অসাধারণ সুন্দর অনুভবআছে লেখার মধ্যে ।