দিনে সে হারিয়ে গেল
ঊষার আগমনে
রাতের শেষ তারাটি প্রদীপ নির্বাপিত করে অবশেষে বিদায় নিল অদৃশ্য পটে,
রবির উজ্জ্বল আলোকে চোখের পাতা বুজে এল তার,
সবাই দিনে ফিরে আসে আলোতে
আর তার ফিরে যাওয়া কোন অদেখা জগতে,
সারা রাত ধরে সে আলো দিল – অন্ধকারে জগতের সবাইকে পথ দেখালো
তথচ দিনে তার নিজেরই জায়গা হল না কোথাও,
কেউ তার দিকে ফিরে চাইল না
কেই জিজ্ঞাসা করল না সে কোথায় গেল,
সারারাত ধরে যে ঘুমাইয় নি তার কোন কষ্ট হল কিনা
সবার চোখের অগোচরে সে হারিয়ে গেল …
রাতের শেষ তারাটি প্রদীপ নির্বাপিত করে অবশেষে বিদায় নিল অদৃশ্য পটে,
রবির উজ্জ্বল আলোকে চোখের পাতা বুজে এল তার,
সবাই দিনে ফিরে আসে আলোতে
আর তার ফিরে যাওয়া কোন অদেখা জগতে,
সারা রাত ধরে সে আলো দিল – অন্ধকারে জগতের সবাইকে পথ দেখালো
তথচ দিনে তার নিজেরই জায়গা হল না কোথাও,
কেউ তার দিকে ফিরে চাইল না
কেই জিজ্ঞাসা করল না সে কোথায় গেল,
সারারাত ধরে যে ঘুমাইয় নি তার কোন কষ্ট হল কিনা
সবার চোখের অগোচরে সে হারিয়ে গেল …
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৯/০৬/২০১৭দিন হারাবে রাতের জন্য।