প্রতিদিন দেখি
আমার জানালাটি অতি ছোট
তবু তার ভিতর থেকে আমি দেখতে পাই আকাশ,
ঘন কুয়াশায় ঢাকা মৃত্যুর ইতিহাস
বিষবাষ্পে প্রতিদিন লিখিত হয়
মানুষের অবহেলায়।
প্রতিদিন দেখি ফুটপাতে
আমার আত্মা কাঁদে মানবতার পরাজয়ে,
সহস্র শতাব্দী আগে আমার জন্মের সেই
শুভ মুহুর্ত কলঙ্কে আজ স্বপ্ন ভুলে
পরাজয়ের কথা লেখে দিনপঞ্জিকায়।
আশা নেই, স্বপ্ন নেই, শুধু ভাষা আছে -
সেখানে শব্দরা জেগে থাকে
কান্না, বেদনা, বঞ্চণা, নিঃপীড়ন, দীর্ঘশ্বাস ও হতাশয়!
তবু তার ভিতর থেকে আমি দেখতে পাই আকাশ,
ঘন কুয়াশায় ঢাকা মৃত্যুর ইতিহাস
বিষবাষ্পে প্রতিদিন লিখিত হয়
মানুষের অবহেলায়।
প্রতিদিন দেখি ফুটপাতে
আমার আত্মা কাঁদে মানবতার পরাজয়ে,
সহস্র শতাব্দী আগে আমার জন্মের সেই
শুভ মুহুর্ত কলঙ্কে আজ স্বপ্ন ভুলে
পরাজয়ের কথা লেখে দিনপঞ্জিকায়।
আশা নেই, স্বপ্ন নেই, শুধু ভাষা আছে -
সেখানে শব্দরা জেগে থাকে
কান্না, বেদনা, বঞ্চণা, নিঃপীড়ন, দীর্ঘশ্বাস ও হতাশয়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ধ্রুবক ১৮/০৭/২০১৭ভালো
-
Tanju H ১৮/০৬/২০১৭অসাধারন।শুভেচ্ছা রইল।
-
জয় নারায়ণ ভট্টাচার্য্য ১৮/০৬/২০১৭বাঃ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৮/০৬/২০১৭ভালো বিষয়।
-
মোহাম্মদ সফিউল হক ১৭/০৬/২০১৭"আশা নেই, স্বপ্ন নেই, শুধু ভাষা আছে -
সেখানে শব্দরা জেগে থাকে
কান্না, বেদনা, বঞ্চণা, নিঃপীড়ন, দীর্ঘশ্বাস ও হতাশয়!"
অসাধারণ