হাসিয়া ভাসো ফুলের মতন
ফুটেছে ফুল ঘাসের কোলে
দুলিছে সে বাতাস হিল্লোলে,
কি স্বপনে ভেসে
চাহিয়া আকাশে
হৃদয় তাহার ভরিল কল্লোলে।
ওগো ও রজনী, ওগো ও দিন,
তোমরাও হাসিয়া ভাসো তাহার মতন,
দিবসের সব আশা
রাতের স্বপ্ন দিশা
জোছনা ধারায় ঝরুক ধরা তলে।
দুলিছে সে বাতাস হিল্লোলে,
কি স্বপনে ভেসে
চাহিয়া আকাশে
হৃদয় তাহার ভরিল কল্লোলে।
ওগো ও রজনী, ওগো ও দিন,
তোমরাও হাসিয়া ভাসো তাহার মতন,
দিবসের সব আশা
রাতের স্বপ্ন দিশা
জোছনা ধারায় ঝরুক ধরা তলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোজাহিদুর ইসলাম ইমন ১৫/০৬/২০১৭বেশ
-
পিছাবনী{রাধাশ্যাম জানা(রাজ)} ১৫/০৬/২০১৭সুন্দর
-
ARUNABHA MUKHERJEE ১৫/০৬/২০১৭ভালো লাগলো ।