আবার দেখা হল
“কে তুমি?” জোছনা ঢেলে চাঁদ বলেছে,
“কোথায় ছিলে স্বর্গলোকে
আলোর ভাঁজে লুকিয়ে থেকে
সাঁঝের বেলায় ঢেউয়ের দোলে
আঁধার রাতের মনের কথা
ফুঁটলে বুঝি, হে চামেলী!
তোমায় যেন কোথায় দেখেছি।”
“গত জন্মে আমি ছিলাম বসে তোমার পথের ধারে,
তোমায় দেখার ছলে আমার কোলে
স্বপ্ন ভরা রাতের তারা পড়েছিল খসে,
তাদের মালায় গেঁথে
আমি পরিয়েছিলাম তোমার গলে।
জোছনা তোমার সেই মায়ারই আলো,
আঁধার রাতে আমার কাছে
আবার তাইতো ফিরে এলো, তোমার ব্যথা বনের পথে
ডেকেছিল সুরভিতে,
নতুন করে তোমার সাথে আবার দেখা হল।”
“কোথায় ছিলে স্বর্গলোকে
আলোর ভাঁজে লুকিয়ে থেকে
সাঁঝের বেলায় ঢেউয়ের দোলে
আঁধার রাতের মনের কথা
ফুঁটলে বুঝি, হে চামেলী!
তোমায় যেন কোথায় দেখেছি।”
“গত জন্মে আমি ছিলাম বসে তোমার পথের ধারে,
তোমায় দেখার ছলে আমার কোলে
স্বপ্ন ভরা রাতের তারা পড়েছিল খসে,
তাদের মালায় গেঁথে
আমি পরিয়েছিলাম তোমার গলে।
জোছনা তোমার সেই মায়ারই আলো,
আঁধার রাতে আমার কাছে
আবার তাইতো ফিরে এলো, তোমার ব্যথা বনের পথে
ডেকেছিল সুরভিতে,
নতুন করে তোমার সাথে আবার দেখা হল।”
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১২/০৬/২০১৭খুব ভালো।
-
সাইয়িদ রফিকুল হক ১২/০৬/২০১৭অপেক্ষার পালা শেষ হলো।
-
মধু মঙ্গল সিনহা ১২/০৬/২০১৭দেখা হোক বার বার।
-
কাফাশ মুনহামাননা ১২/০৬/২০১৭হুম!