আঁধারের স্বপ্ন
আকাশের তারা হতে ঝরে পড়া পাপড়িখানি
জোনাকীর ডানায় ফোটায় আলোর বানী।
সন্ধ্যারাতে গোপন কথার কানাকানি
আঁধারের মনে স্বপ্ন বোনে,
কোন ঠিকানার অজানায় যায় সে ভেসে দূরদেশে,
দূরের আভাস নিশি জুড়ে
মনের কাছে বারে বারে আবার ফিরে আসে।
জোনাকীর ডানায় ফোটায় আলোর বানী।
সন্ধ্যারাতে গোপন কথার কানাকানি
আঁধারের মনে স্বপ্ন বোনে,
কোন ঠিকানার অজানায় যায় সে ভেসে দূরদেশে,
দূরের আভাস নিশি জুড়ে
মনের কাছে বারে বারে আবার ফিরে আসে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৯/০৬/২০১৭বেশ ভালো।
-
সাইয়িদ রফিকুল হক ০৯/০৬/২০১৭আঁধারের স্বপ্ন নির্ভেজাল।
-
Tanju H ০৮/০৬/২০১৭অসাধারন কবিতা।
অনেক শুভেচ্ছা রইল কবি। -
মেহেদী হাসান (নয়ন) ০৮/০৬/২০১৭বেশ লিখেছেন...
-
এম,এ,মতিন ০৮/০৬/২০১৭অনুপম প্রকাশ প্রিয় কবি।