পথ ভোলা এক রাজকন্যে
তুমি হাজার বছর আগের পথ ভোলা এক রাজকন্যে,
বন্দী আছ সোনার কাঠি রূপোর কাঠির স্বপ্ন ফাঁসে,
আসবে করে রাজার কুমার তবে মুক্তি পাবে অবশেষে,
ততদিনে সাঁঝের ক্ষণে মনে মনে স্বপ্ন বুনে
দিনের পর দিন জল আনতে ঘাট চল প্রতিদিনে।
বন্দী আছ সোনার কাঠি রূপোর কাঠির স্বপ্ন ফাঁসে,
আসবে করে রাজার কুমার তবে মুক্তি পাবে অবশেষে,
ততদিনে সাঁঝের ক্ষণে মনে মনে স্বপ্ন বুনে
দিনের পর দিন জল আনতে ঘাট চল প্রতিদিনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Tanju H ০৮/০৬/২০১৭চমৎকার
-
মেহেদী হাসান (নয়ন) ০৮/০৬/২০১৭খুব ভাল লিখছেন....।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৮/০৬/২০১৭খুব ভালো।
-
এম,এ,মতিন ০৭/০৬/২০১৭বেশ নান্দনিক! জীবন ভালোবাসা রইল প্রিয়।
-
শেলি ০৭/০৬/২০১৭ভাল লেখা