ওরা অতি সাধারণ
বাবুই পাখির বাসা, যদিও খুব খাসা
তাল গাছ একদিন উপড়ে যায় ঝড়ে,
বাবুইদের কান্নায় আকাশ ভেঙ্গে পড়ে।
রাখে কি অত খবর, ওরা অতি সাধারণ,
ভরসাস্থল নড়ে গেল ওদেরও হয় মরণ!
তাল গাছ একদিন উপড়ে যায় ঝড়ে,
বাবুইদের কান্নায় আকাশ ভেঙ্গে পড়ে।
রাখে কি অত খবর, ওরা অতি সাধারণ,
ভরসাস্থল নড়ে গেল ওদেরও হয় মরণ!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম,এ,মতিন ০৯/০৬/২০১৭অসামান্য প্রকাশ!
-
Tanju H ০৯/০৬/২০১৭সত্যি অনকে সুন্দর কবিতা।
শুভেচ্ছা নিবেন। -
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৮/০৬/২০১৭ভালো।
-
সাইয়িদ রফিকুল হক ০৭/০৬/২০১৭বাবুইপাখি হবে না চড়ুইপাখি?
-
কে. পাল ০৭/০৬/২০১৭বেশ