হয় না আঁকা শেষ
নানা বর্ণের তুলি দিয়ে চিত্রকর নানা চিত্র আঁকে,
ছবির হাটে ছবি বিকায় কেনে কত লোকে।
আঁকে কত পোট্রেট সহজ হাতের টানে
লোকেরা এসে বসে যখন তার চোখের সামনে,
নানা দিকে নানা কথায় নানা সুনাম তার।
একদিন এসে বলল সে, "একটা পোট্রেট চাই আমার।”
সেই সে কবে করেছে আঁকা শুরু, রোজ সে আসে
শিল্পী আঁকে ছবি তার, সামনে সে থাকে বসে,
তবু হয় না আঁকা শেষ। একদিন তাই প্রশ্ন করে,
“এমনিভাবে থাকতে হবে বসে আর কতদিনের তরে,
শিল্পী, আঁকা কবে হবে ছবিটা আমার?”
শিল্পী রয় নিরুত্তর! নিজেও কি জানে তার উত্তর!
ছবির হাটে ছবি বিকায় কেনে কত লোকে।
আঁকে কত পোট্রেট সহজ হাতের টানে
লোকেরা এসে বসে যখন তার চোখের সামনে,
নানা দিকে নানা কথায় নানা সুনাম তার।
একদিন এসে বলল সে, "একটা পোট্রেট চাই আমার।”
সেই সে কবে করেছে আঁকা শুরু, রোজ সে আসে
শিল্পী আঁকে ছবি তার, সামনে সে থাকে বসে,
তবু হয় না আঁকা শেষ। একদিন তাই প্রশ্ন করে,
“এমনিভাবে থাকতে হবে বসে আর কতদিনের তরে,
শিল্পী, আঁকা কবে হবে ছবিটা আমার?”
শিল্পী রয় নিরুত্তর! নিজেও কি জানে তার উত্তর!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Tanju H ০৪/০৬/২০১৭
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৩/০৬/২০১৭অপূর্ব।
-
পিছাবনী{রাধাশ্যাম জানা(রাজ)} ০৩/০৬/২০১৭অপূর্ব সুন্দর ভাবনা
শুভেচ্ছা কবি।