সে আমার গ্রাম
খালের পাশে ছোট্ট একখানি গ্রাম,
সে আমার গ্রাম, আমার স্বপ্নভূমি,
কত রাত তার আকাশ ক্লান্ত তারার ঝিকিমিকি আলো
জোনাকীর কাছে বন্ধক রেখে অন্ধকার তেপান্তরে
সারা রাত নিশ্চিন্তে ঘুমিয়েছে চারিদিকে জোছনার ছাঁয়া ঢেলে,
নিভে গিয়ে অন্ধকার প্রদীপ প্রকৃতির নিস্তব্ধ বাসরে
গাছপালা-ঝোপঝাড়ে সাজায়ে তাকে করেছে আরো অপরূপ,
সুশীতল বটমূলে স্তব্ধ নিশীথে আমি দেখেছি
আঁধারের সেই রূপ নিবিড় মমতায় আমার গ্রামে।
সে আমার গ্রাম, আমার স্বপ্নভূমি,
কত রাত তার আকাশ ক্লান্ত তারার ঝিকিমিকি আলো
জোনাকীর কাছে বন্ধক রেখে অন্ধকার তেপান্তরে
সারা রাত নিশ্চিন্তে ঘুমিয়েছে চারিদিকে জোছনার ছাঁয়া ঢেলে,
নিভে গিয়ে অন্ধকার প্রদীপ প্রকৃতির নিস্তব্ধ বাসরে
গাছপালা-ঝোপঝাড়ে সাজায়ে তাকে করেছে আরো অপরূপ,
সুশীতল বটমূলে স্তব্ধ নিশীথে আমি দেখেছি
আঁধারের সেই রূপ নিবিড় মমতায় আমার গ্রামে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Tanju H ০২/০৬/২০১৭প্রকৃতি প্রেমিক........শুভেচ্ছা নিবেন।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০২/০৬/২০১৭ভালো নিবেদন।
-
পিছাবনী{রাধাশ্যাম জানা(রাজ)} ০২/০৬/২০১৭অপূর্ব সুন্দর