সকলে জাগিবে প্রভাত কিরণে
রাতের আঁধারে ধীরে ধীরে ফুটিছে আলোর আভাস,
বনের ঘাসে উঠেছে জেগে শিশির চোখে স্বপ্ন প্রভাস,
শীতের হিমেল আঁচল মেলে কুয়াশা দেয় উঁকি,
সূর্য আসার সময় হল, ফুলেরা এখনো সেজেছে কি
দিনের উদ্বোধন সংগীতে করিতে তাকে বরণ?
সকলে জাগিবে প্রভাত কিরণে, গাহিবে জীবনের জয়গান।
বনের ঘাসে উঠেছে জেগে শিশির চোখে স্বপ্ন প্রভাস,
শীতের হিমেল আঁচল মেলে কুয়াশা দেয় উঁকি,
সূর্য আসার সময় হল, ফুলেরা এখনো সেজেছে কি
দিনের উদ্বোধন সংগীতে করিতে তাকে বরণ?
সকলে জাগিবে প্রভাত কিরণে, গাহিবে জীবনের জয়গান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০১/০৬/২০১৭অ ন ব দ্য।
-
রাশেদ খাঁন ০১/০৬/২০১৭জীবনের জয়গান
-
মধু মঙ্গল সিনহা ০১/০৬/২০১৭খুব সুন্দর প্রকাশ।
-
শাহারিয়ার ইমন ০১/০৬/২০১৭বাহ সুন্দর
-
পিছাবনী{রাধাশ্যাম জানা(রাজ)} ০১/০৬/২০১৭খুব সুন্দর