রেখ তাকে স্মৃতির ওপারে
চোখের নীরে তুমি যদি হারাবে তারে,
তাই হোক তবে, রেখ তাকে স্মৃতির ওপারে,
মেঘের দেশে বজ্র যদি সহসা হেসে হয় সারা,
জল ধারায় ঝরে তুমি হইও আপন হারা।
তাই হোক তবে, রেখ তাকে স্মৃতির ওপারে,
মেঘের দেশে বজ্র যদি সহসা হেসে হয় সারা,
জল ধারায় ঝরে তুমি হইও আপন হারা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিছাবনী{রাধাশ্যাম জানা(রাজ)} ৩০/০৫/২০১৭সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ৩০/০৫/২০১৭স্মৃতির ওপারে! কেন?
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ৩০/০৫/২০১৭সুন্দর।