নজরুল স্মরণে
ফিরে এস হে কবি, বীর ধুমকেতু -
আগুনে তোমার হোক আবার উদ্বোধন,
নতুন কালের নতুন জীবন মানবতায় হোক বলীয়ান।
তুমি কোথায় গিয়েছ চলে
কেন আছ ভুলে
আবার কর রচনা নতুন দিনে,
‘চল চল চল যত বঞ্চিত দল
মাতা-ভগ্নী লাঞ্ছিত-রুগ্ন-দূর্বল
ভাঙ্গিয়া আগল
দলিয়া সব অত্যাচারী আনিবে নতুন সূর্য, নতুন বল।’
ফিরে এসো ফিরে এসো হে বীর, মহান!
তূর্য হাতে সূর্য তোমার রক্ত ঝরাক
ঘুচে যাক বঞ্চিত মানুষ, মা ও মাতৃভূমির সব অপমান!
আগুনে তোমার হোক আবার উদ্বোধন,
নতুন কালের নতুন জীবন মানবতায় হোক বলীয়ান।
তুমি কোথায় গিয়েছ চলে
কেন আছ ভুলে
আবার কর রচনা নতুন দিনে,
‘চল চল চল যত বঞ্চিত দল
মাতা-ভগ্নী লাঞ্ছিত-রুগ্ন-দূর্বল
ভাঙ্গিয়া আগল
দলিয়া সব অত্যাচারী আনিবে নতুন সূর্য, নতুন বল।’
ফিরে এসো ফিরে এসো হে বীর, মহান!
তূর্য হাতে সূর্য তোমার রক্ত ঝরাক
ঘুচে যাক বঞ্চিত মানুষ, মা ও মাতৃভূমির সব অপমান!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিছাবনী{রাধাশ্যাম জানা(রাজ)} ২৮/০৫/২০১৭অপূর্ব
-
মুহাম্মদ মনিরুজ্জামান ২৮/০৫/২০১৭অসাধারণ!
খুব ভাল লাগল।
কবিকে শুভেচ্ছা। -
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৮/০৫/২০১৭সুন্দর স্মরণ।
-
আলম সারওয়ার ২৭/০৫/২০১৭আর আসিবে না ফিরে
জন -মানবের ভীরে ।