তোমার মনের ঠিকানা
পথিক, তুমি কি পথ হারাইয়াছ?
না গো না, হারাইনি তো পথ।
পথের ডাকে এঁকে-বেঁকে
চলেছে আমার জীবন স্রোত,
তারি মাঝে একটি পথের খোঁজে
মন আমার নীরব ছিল আপন ব্যথায় বেজে।
আমার সে পথ আজ মিশেছে তোমার চোখের তারায়
- নয়তো এ পথ পথ হারানো পথ,
এ যে তোমার মনের ঠিকানা
আশায় আকাশ ছোঁয়া, স্বপ্নেঘেরা তোমার মায়ায়!
না গো না, হারাইনি তো পথ।
পথের ডাকে এঁকে-বেঁকে
চলেছে আমার জীবন স্রোত,
তারি মাঝে একটি পথের খোঁজে
মন আমার নীরব ছিল আপন ব্যথায় বেজে।
আমার সে পথ আজ মিশেছে তোমার চোখের তারায়
- নয়তো এ পথ পথ হারানো পথ,
এ যে তোমার মনের ঠিকানা
আশায় আকাশ ছোঁয়া, স্বপ্নেঘেরা তোমার মায়ায়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলম সারওয়ার ২৪/০৫/২০১৭অসাধারণ একটি উপহার কবিকে শুভেচ্ছা
-
Tanju H ২৪/০৫/২০১৭সুন্দর কবি।শুভেচ্ছা রইল.