স্বপ্নের জন্ম
এইমাত্র ঝাপটা বৃষ্টি এসে ভিজিয়ে দিয়ে গেল
বিরাট ছাতাটিও পারে নি তাকে বাঁচাতে একমুঠো কান্নার হাত থেকে।
রাতের প্রবল ক্ষুধা যখন দিনকে গ্রাস করে
জোছনা ঝরে আকাশ থেকে,
সবাই বলে বিরহী চাঁদ ভালবাসা ছড়ায়,
স্বপ্নের জন্ম হয় কি বেদনার হাহাকারে!?
বিরাট ছাতাটিও পারে নি তাকে বাঁচাতে একমুঠো কান্নার হাত থেকে।
রাতের প্রবল ক্ষুধা যখন দিনকে গ্রাস করে
জোছনা ঝরে আকাশ থেকে,
সবাই বলে বিরহী চাঁদ ভালবাসা ছড়ায়,
স্বপ্নের জন্ম হয় কি বেদনার হাহাকারে!?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৪/০৫/২০১৭আপনি বৃষ্টির ঝাপটায় ভিজছেন, আর আমরা গরমে...
-
সুদীপ কুমার ঘোষ(চোখেরবালি) ২৪/০৫/২০১৭সুন্দর লেখা পড়ে ভালো লাগলো । ভালো থাকবেন কবিবর 💕