পাগল
ধরা যদি গোল না হবে, তবে সে কেন চঞ্চল?
তার চোখেতে সূর্য কেন রয় দাঁড়িয়ে
বিশ্ব ঘোরে চারদিকে তার টালমাটাল?
কে দেবে তায় সামাল?
থেকে থেকে কেঁপে কেঁপে চিৎকারে তাই
আকাশ ফাটায় – তাই কি সবাই বলে তাকে পাগল!
মানুষ সবে অন্ধ যেন
দেখতে না পায় প্রতিদিনের দেখায়,
ভাবনার বাইরে তাদের
আরো অনেক কিছু আছে।
সবার থেকে ভিন্ন ভাবনা আসে মাথায়
অনিয়মের নিয়মতো তবু সে নয়,
তবে শুধু শুধু লোকে কেন তাকে কয় মাতাল?
তার চোখেতে সূর্য কেন রয় দাঁড়িয়ে
বিশ্ব ঘোরে চারদিকে তার টালমাটাল?
কে দেবে তায় সামাল?
থেকে থেকে কেঁপে কেঁপে চিৎকারে তাই
আকাশ ফাটায় – তাই কি সবাই বলে তাকে পাগল!
মানুষ সবে অন্ধ যেন
দেখতে না পায় প্রতিদিনের দেখায়,
ভাবনার বাইরে তাদের
আরো অনেক কিছু আছে।
সবার থেকে ভিন্ন ভাবনা আসে মাথায়
অনিয়মের নিয়মতো তবু সে নয়,
তবে শুধু শুধু লোকে কেন তাকে কয় মাতাল?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir) ২১/০৫/২০১৭
-
মধু মঙ্গল সিনহা ২১/০৫/২০১৭হে ভালো!
-
আলম সারওয়ার ২০/০৫/২০১৭ভাল লাগল আমার
দারুণ বলেছেন দাদা